আলুর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের হানা বাজারে বাজারে

8th September 2020 4:16 pm বাঁকুড়া
আলুর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের হানা বাজারে বাজারে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : একদিকে যেমন বাঁকুড়া জেলা জুড়ে করানো সংক্রামক হু হু করে বাড়ছে অন্যদিকে বাজারেও নির্ধারিত সবজির থেকে আলুর দাম ঊর্ধ্বমুখী তাই আজ সকালে দেখতে পাওয়া গেল বাজারে কৃষি বিপনন দপ্তর ও টাস্কফোর্স সকাল সকাল বাঁকুড়ার বিভিন্ন বাজারে হানা দিয়ে আলুর দাম সরকার নির্ধারিত থাকলেও তার থেকেও বেশি নেয়া হচ্ছে কেন খোঁজখবর নিতে বাজারগুলিতে হানা দেয় অতএব বাজারের পাইকারি থেকে খুচরো সমস্ত জায়গায় তাদের জিজ্ঞাসাবাদ কেন এই আলুর দাম এখনো বাজারে নিয়ন্ত্রিত হয়নি তাই দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ টাস্কফোর্সের আধিকারিকদের মূলত সরকার নির্ধারিত তিন থেকে চার টাকা বেশি করে তোর থেকে কিনতে হচ্ছে আলু ব্যবসায়ীদের সেই কারণেই বাজারেও তাদের নির্দিষ্ট দাম দেখে আলু বিক্রি করতে হচ্ছে বলে জানালেন আলু ব্যবসায়ীরা ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।